Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঢাকার বাতাসের মান আবারও ‍‍‘অস্বাস্থ্যকর‍‍’

ইউএনবি

জুন ২১, ২০২২, ০৪:৩৩ পিএম


ঢাকার বাতাসের মান আবারও ‍‍‘অস্বাস্থ্যকর‍‍’

গত কয়েকদিনে উল্লেখযোগ্য উন্নতির পর মঙ্গলবার ঢাকার বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য আবারও অস্বাস্থ্যকর' হয়ে উঠেছে।

সকাল ৯ টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১২১ রেকর্ড করা হয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা অষ্টম স্থানে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং চিলির সান্তিয়াগো যথাক্রমে  ১৮৬, ১৫৮ এবং ১৫৬ একিউআই স্কোর সহ তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়।

একইভাবে, ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর 'খারাপ' বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ইএফ

Link copied!