Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০৪ কোটি টাকা অনুদান

মো. মাসুম বিল্লাহ

জুন ২৭, ২০২২, ০৩:১৮ পিএম


বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০৪ কোটি টাকা অনুদান

বানভাসি মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০৪ কোটি ৪১ লাখ টাকা অনুদান দিয়েছে দেশের ৪৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

সোমবার (২৭ জুন) সকালে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের অর্থ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবভন থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।

৪৫ প্রতিষ্ঠানের মধ্যে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তিনটি আর্থিক প্রতিষ্ঠান। বাকি ৩৭টি বেসরকারি ব্যাংক।


ইএফ

Link copied!