Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কামরাঙ্গীরচরে ইয়াবাসহ ১ নারী আটক

আমারসংবাদ ডেস্ক

আমারসংবাদ ডেস্ক

জুন ২৯, ২০২২, ০৪:১৪ পিএম


কামরাঙ্গীরচরে ইয়াবাসহ ১ নারী আটক

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে ৭ হাজার ৮  শত পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

মঙ্গলবার (২৮ জুন)র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন আমিনবাগ আলী আহমেদ গলি এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৩ লক্ষ ৪ শত টাকার ৭ হাজার ৮ শত  পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোসাঃ সোনিয়া বেগম (২৭) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মহিলা একজন পেশাদার মাদক ব্যাবসায়ী। সে বেশ কিছুদিন যাবত কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত মহিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

Link copied!