Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গুলিস্তানে বাস চাপায় যুবক নিহত

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২, ২০২২, ১১:১৮ এএম


গুলিস্তানে বাস চাপায় যুবক নিহত

রাজধানীর গুলিস্তানে মনজিল পরিবহনের একটি বাসের চাপায় জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মওলানা ভাসানী স্টেডিয়ামের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃতুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এরআগে শুক্রবার (১ জুলাই) দিনগত রাতে গুলিস্তানে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আরেক যুবক নিহত হন। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর।

কেএস 

Link copied!