Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, মা-ছেলে দগ্ধ 

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৫, ২০২২, ০৩:৫৬ পিএম


মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, মা-ছেলে দগ্ধ 

মোহাম্মদপুরের নবীনগর হাউসিং এলাকায় একটি বাসায় রান্না করতে গিয়ে সিলিন্ডার গ্যাস লিকেজের আগুনে মা-ছেলে দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন, আম্বিয়া খাতুন (৪৫) ছেলে মো. কাজল (১৬)

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ছয়টায় মোহাম্মদপুরের নবীনগর হহাউসিং রোড-২ বাসা নং ৪৭ টিনসেট বাসায় এ ঘটনাটি ঘটে।

দগ্ধ আম্বিয়ার মেয়ের জামাই নূর আলম জানান, বাসায় দুই ছেলে ও স্বামী মমতাজ আহমেদকে নিয়ে থাকেন আম্বিয়া। বাসা বাড়িতে কাজ করেন তিনি। আর কাজল নবোদয় হাউজিংয়ে একটি গার্মেন্টসে চাকরি করেন। 

তিনি আরও জানান, বাসাটিতে সিলিন্ডার গ্যাসের মাধ্যমে রান্না করেন তারা। ভোরে যখন বাসার সবাই ঘুমিয়ে ছিলেন তখন আম্বিয়া রান্না করতে রান্নাঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই জমে থাকা গ্যাস থেকে হঠাৎ আগুন ধরে যায়। 

এতে তার শরীরে আগুন লেগে গেলে তিনি চিৎকারে করে উঠেন। এ সময় কাজল মায়ের শরীরের আগুন নেভাতে গেলে তার হাতেও দগ্ধ হয়। পরে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, আগুনে আম্বিয়া খাতুনের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। আর ছেলে কাজলের সামান্য দগ্ধ হওয়ায় জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আম্বিয়া ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বউলা গ্রামের রিকশাচালক মনতাজ উদ্দিনের স্ত্রী।


আমারসংবাদ/টিএইচ

Link copied!