Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভারত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৪, ২০২২, ১২:২৪ এএম


ভারত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত

ভারতে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসা মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত করে পাঠাচ্ছে সরকার।

ইমরানের জায়গায় নতুন হাই কমিশনার হিসাবে যাচ্ছেন সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনিভায় জাতিসংঘ মিশনে স্থায়ী প্রতিনিধির দায়িত্বে পালন করে আসা মোস্তাফিজুর রহমান।

বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ দুই মিশনে নতুন পদায়নের কথা জানানো হয়।

ওয়াশিংটনে দূতাবাসে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছেন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।

তার স্থলাভিষিক্ত হতে যাওয়া পেশাদার কূটনীতিক ইমরান ২০১৯ সালের নভেম্বর থেকে ভারতে বাংলাদেশ মিশনের দায়িত্ব পালন করে আসছিলেন।

দিল্লিতে ঢাকার প্রতিনিধিত্ব করার আগে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন ১৯৮৬ সালের বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা ইমরান উজবেকিস্তানেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

এর আগে কলকাতায় ডেপুটি হাই কমিশনার ছাড়াও জেদ্দা, বন, বার্লিন ও অটোয়ায় বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। সদরদপ্তরেও নানা পদে দায়িত্ব সামলেছেন এই কূটনীতিক।

জার্মানি থেকে ডেভেলপমেন্ট ডিপ্লোমেসিতে ডিপ্লোমা এবং ইতালির ইন্টারন্যাশল ইনস্টিটিউট অব হিউম্যানিটারিয়ান ল’ থেকে হিউম্যানিটারিয়ান ল’য়ের উপর একটি কোর্স সম্পন্ন করেছেন ইমরান।

অন্যদিকে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে জেনিভায় স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনীতিক মোস্তাফিজ।

তার আগে সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব সামলেছেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের এই কর্মকর্তা।

মুহাম্মদ ইমরানের মতো মোস্তাফিজও এমবিবিএস পাস করে পররাষ্ট্র ক্যাডারে এসেছেন। পড়াশোনা করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে।

পরবর্তীকালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পাবলিক ইন্টারন্যাশনাল ল’ বিষয়ে মাস্টার্স এবং ফ্রান্সের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছে মোস্তাফিজ।

মোস্তাফিজ প্যারিস, নিউ ইয়র্ক, জেনিভা ও কলকাতায় বিভিন্ন পদে দায়িত্ব সামলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংসহ বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন তিনি।

ইএফ

Link copied!