Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৬, ২০২২, ১১:৪৪ এএম


কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আনোয়ার হোসেন (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। কারারক্ষীরা জানিয়েছেন, কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই হাজতি।

তিনি আরও জানান, আনোয়ার হোসেনের বাবার নাম আছিউল হক। তবে তার বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি কোন মামলার আসামি ছিলেন তাও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

কেএস 

Link copied!