Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নতুন ঠিকানা পেলো মায়ের পেট ফেটে জন্মানো নবজাতক

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৯, ২০২২, ১১:০৩ এএম


নতুন ঠিকানা পেলো মায়ের পেট ফেটে জন্মানো নবজাতক

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের পেট ফেটে সড়কেই ভূমিষ্ঠ সেই নবজাতক নতুন ঠিকানা পেয়েছে। টানা ১০ দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে রাজধানীর আজিমপুরে ‍‍`ছোটমণি নিবাসে‍‍` রাখার সিদ্ধান্ত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ জুলাই) শিশু কল্যাণ বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। একই সভায় শিশু কল্যাণ বোর্ড ও পরিবারের সদস্যদের সম্মতিতে নবজাতকটির নাম ফাতেমা রাখার সিদ্ধান্ত হয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ সময় সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক মো. ওয়ালীউল্লাহসহ নবজাতক শিশুটির পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০টায় তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ত্রিশালের ইউএনও আক্তারুজ্জামান। 

গত ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় ত্রিশাল পৌর শহরের কোর্ট ভবন এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই উপজেলার রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম ও তাদের ছয় বছরের শিশুকন্যা সানজিদার মৃত্যু হয়। 

এ সময় মায়ের পেট ফেটে সড়কেই ভূমিষ্ঠ হয় আরেক কন্যা। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নানা জটিলতা পেরিয়ে এখন সে সুস্থ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী জানান, শিশুটির শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তাকে এখন লালনপালনের জন্য হস্তান্তর করা যায়। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, শিশুটিকে নিরাপদে আজিমপুরের ছোটমণি নিবাসে পৌঁছানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে।


আমারসংবাদ/টিএইচ

Link copied!