Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৯, ২০২২, ১২:০৭ পিএম


পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রাজধানীর পল্লবী থেকে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) ভোরে পল্লবীর কালশীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনের সড়ক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, খুন হওয়া অটোরিকশাচালকের নাম আবদুল লতিফ হাওলাদার (৬০)। তিনি পরিবার নিয়ে মিরপুর-১২ নম্বরের ট–ব্লক এলাকার একটি বস্তিতে থাকতেন। তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ওসি পারভেজ বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে লতিফকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি যে অটোরিকশাটি চালাতেন, সেটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।

অটোরিকশা ছিনতাই করতে লতিফকে দুর্বৃত্তরা খুন করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ওসি পারভেজ বলেন, এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লতিফের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লতিফকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আমারসংবাদ/টিএইচ

Link copied!