আগস্ট ৭, ২০২২, ০৯:২৬ পিএম
মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা হতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু, ১টি কাটার, ১টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ আগস্ট) র্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিন মান্দ্রা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মনির গাজী (৪০) ও মো. বিপ্লব গাজী (৫০)।
আটকের খবরটি নিশ্চিত করেন র্যাব-১০ অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরোদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা রুজু করা হয়েছে।
আমারসংবাদ/আরইউ