আগস্ট ৮, ২০২২, ১০:২৮ এএম
রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণে দগ্ধ মো. মিজানুর রহমান মিজান (৩৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়াল।
রোববার (৭ আগস্ট) দিনগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুবরণ করা অন্য ৩ জন হলেন-ওই ভাঙারি দোবান সংলগ্ন রিকশার গ্যারেজের মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. আলম মিয়া (২০) এবং মো. নূর হোসেন (৬০)।
এর আগে, শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের দক্ষিণ রাজাবাড়ির গাজী মাজাহারুল ইসলামের ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজ একই সঙ্গে। সেখান হঠাৎ করে কয়েক দফা বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। পরে সবার সহযোগিতায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এতে গ্যারেজ ও ভাঙারির দোকানের মালিক, অটোরিকশা চালকসহ ৮ জন দগ্ধ হয়েছিলেন।
এবি