Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মগবাজারে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৮, ২০২২, ০২:৩১ পিএম


মগবাজারে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কায় মো. শামীম নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (০৮ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত শিশুর চাচা মফিজুল ইসলাম ও খালা মরিয়ম বেগম জানান, তার বাবা রুবেল দিনমজুর মা তাসলিমা বেগম বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করে। মগবাজার রেল লাইনের পাশেই বস্তিতে পরিবারের সাথে থাকতো।

দুপুরে খেলাধুলা করতে করতে রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নেওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার শালকোনা গ্রামের দিনমজুর মো. রুবেল হোসেনের ছেলে শামীম। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।


আমারসংবাদ/টিএইচ

Link copied!