Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন ঢাকার দুই মেয়র

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৮, ২০২২, ০২:৪৩ পিএম


মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন ঢাকার দুই মেয়র

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৮ আগস্ট) সূত্রটি জানায়, মেয়রদের নতুন এই পদমর্যাদার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন।

এই দুই মেয়র ছাড়াও নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ও চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরীকে  প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হচ্ছে।

শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।

 

ইএফ

Link copied!