Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চকবাজারে পলিথিন কারখানায় আগুন নিয়ন্ত্রণে

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৫, ২০২২, ০৩:১২ পিএম


চকবাজারে পলিথিন কারখানায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের দেবিদ্বার ঘাট এলাকায় একটি পলিথিন কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ১০ ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানান। সোমবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন বলেন, চকবাজারের কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লাগার পর আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা গেছে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 

তিনি বলেন, বেলা ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১২টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও পরে আরও ৪টি ইউনিট পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনটির সূত্রপাত একটি হোটেলের সিলিন্ডার বিস্ফোরণ থেকে হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে।


আমারসংবাদ/টিএইচ

Link copied!