Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

গার্ডার চাপায় ৫ জন নিহত; প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৬, ২০২২, ০১:৩৯ পিএম


গার্ডার চাপায় ৫ জন নিহত; প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা

রাজধানীর উত্তরায় গার্ডার ট্র্যাজেডির তদন্তে ছয় সদস্যের একটি কমিটি মঙ্গলবার সকালে প্রথামিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

সোমবার বিকালে উত্তরা এলাকায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার একটি প্রাইভেটকারের ওপর পড়ে গেলে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়।

এ ঘটনায় সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দুর্ঘটনা তদন্তে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

কমিটির প্রধান করা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তারকে। আগামী দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক ইয়াসিন গাজী জানান, নিহতরা হলেন রুবেল (৫০), ফাহিমা (৪০), তার বোন ঝর্ণা (২৮) এবং ঝর্ণার দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর গাড়ির দুই আরোহী গুরুতর আহত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয় এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা হলেন রুবেলের ছেলে হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর প্যারাডাইস টাওয়ারের সামনে বক্সগার্ডার ওঠানোর সময় ভারসাম্য রাখতে না পারায় বহনকারী ক্রেন একদিকে কাত হয়ে যায়। তখন এক্সপ্রেসওয়ের গার্ডারটি গাজীপুরগামী একটি প্রাইভেটকারের ওপর পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

ইএফ

Link copied!