Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চকবাজারে অগ্নিকাণ্ড: নিহতদের স্বজনদের হাতে সহায়তার চেক প্রদান

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৬, ২০২২, ১১:৪৮ পিএম


চকবাজারে অগ্নিকাণ্ড: নিহতদের স্বজনদের হাতে সহায়তার চেক প্রদান

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর নির্দেশে আজই চকবাজারের  অগ্নিকাণ্ডে বরিশাল হোটেলের নিহত ৬ জন শ্রমিকের স্বজনদের হাতে শ্রমিক কল্যাণ তহবিল থেকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার উপ-মহাপরিদর্শক মো. সালাহ উদ্দিনসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মর্কর্তাগণ মিটফোর্ড হাসপাতালে গিয়ে নিহত ৬ শ্রমিক স্বপন সরকার, আব্দুল ওহাব, মো.বিল্লাল সরদার, মো. মোতালেব, মো. শরিফ ও রুবেল হিলালু এর স্বজনদের হাতে সহায়তার চেক তুলে দেন। এ দূর্ঘটনায় আর কোন আহত নিহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে সকালে শ্রম প্রতিমন্ত্রী গতকালের মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় চকবাজারের নিহত ৬  শ্রমিকের  প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন। নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ইএফ

Link copied!