Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বন্দি পশু-পাখির মুক্তির দাবি

রাজধানীতে ‘খাঁচাবন্দি’ হয়ে প্রতিবাদ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২০, ২০২২, ০৪:২৭ পিএম


রাজধানীতে ‘খাঁচাবন্দি’ হয়ে প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একজন পঞ্চাশোর্ধ্ব মানুষ খাঁচায় বন্দি হয়ে আছেন। শনিবার (২০ আগস্ট) দুপুরে এমন দৃশ্য দেখা গেছে।

তিনি বলেন, ‘এই পৃথিবী কারো একার নয়, সবার। আমরা প্রকৃতিরই সন্তান। আমরা প্রকৃতিকে বাদ দিয়ে সব বিচার-বিশ্লেষণ করতে চাই। প্রকৃতিকে খাঁচায় বন্দি করে নির্যাতন করি। এটা নিষ্ঠুরতা।’ 

খাঁচায় বন্দি মানুষটির নাম হোসেন সোহেল। তার ফেসবুকে দেওয়া তথ্যানুযায়ী তিনি বর্তমানে একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক ও উপস্থাপক হিসেবে রয়েছেন। কাজ করছেন বন্যপ্রাণী ও প্রকৃতি নিয়ে। বিবিসিতে কনটেন্ট ডেভেলপার ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি খাঁচায় বন্দি থেকে প্রতিবাদ করে আরও বলছেন, ‘পশু-পাখিকে খাঁচায় বন্দি করে কেন নিষ্ঠুরতা দেখাচ্ছেন, টাকার বিনিময়ে কেন তাদের প্রদর্শন করছেন? পৃথিবীতো তাদেরও।

চিন্তা করুন, তাদেরওতো পরিবার থাকতে পারতো, সন্তান হতে পারতো, সেওতো আকাশে উড়তে পারতো, সেও বনজঙ্গলে থাকতে পারতো, কেন তাদের ধরে এনে কাঁচায় বন্দি করছেন। কিসের আনন্দ এটা! সময় এসেছে মানবিক হওয়ার।’

তার একজন সহযোগী বলেন, ‘আগামী ৩ দিন হোসেন সোহেল খাঁচায় বন্দি থাকবেন। তিনি যদি এই সময়ে খাঁচা থেকে বেরও হন, তার পায়ে শিকল পরানো থাকবে। তিনি সমস্ত বন্দি পশু-পাখির মুক্তির দাবিতে এই আন্দোলন করছেন।’

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!