Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ওসি মনিরুলের অবৈধ সম্পদ দুদককে তদন্তের নির্দেশ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২১, ২০২২, ০১:৫৬ পিএম


ওসি মনিরুলের অবৈধ সম্পদ দুদককে তদন্তের নির্দেশ

রাজধানীর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২১ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৭ আগস্ট সংস্থাটির পরিচালক উত্তম কুমার মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য বিষয়টি উল্লেখ করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তিন মাসের মধ্যে ওসি মনিরুলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

শুনানিকালে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ওসি মনিরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ইতোমধ্যে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

এর আগে গত ১০ আগস্ট একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে রিট আবেদনটি করেন ব্যারিস্টার সুমন।

প্রতিবেদনে বলা হয়, ওসি মনিরুল অবৈধভাবে ভবন ও প্লটসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে তিনি একজন মুক্তিযোদ্ধার ভবন দখল করেছেন- এমন অভিযোগও সামনে এসেছে ওই প্রতিবেদনে।

ওসি মনিরুল ওই প্রতিবেদনে করা অভিযোগ অস্বীকার করে প্রতিবাদ পাঠান। সংবাদপত্রটি প্রাসঙ্গিক নথিসহ এই প্রতিবাদ প্রকাশ করে।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!