Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙ্গামাটিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২২, ০৬:৩১ পিএম


রাঙ্গামাটিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

রাঙ্গামাটিতে ইন্টারনেট ক্যাবল সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. মোক্তার উদ্দিন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি শহরের তবলছড়ি বাজারে এ ঘটনা ঘটে। তিনি রাঙ্গামাটি শহরের তবলছড়ি স্বর্ণটিলা এলাকার মো. জসিম উদ্দিন ছেলে।

স্থানীরা জানায়, মো. মোক্তার উদ্দিন রাঙ্গানেট নামে একটি ইন্টারনেট ক্যাবল সংযোগ দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে ইন্টারনেট ক্যাবল নিয়ে যাওয়ার জন্য বিদ্যুতের খুঁটির উপর উঠলে বিদ্যুতের সঞ্চালন তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। এতে সে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৃষা চাকমা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে। তিনি জানান মূলত মাথায় মারাত্মক আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়।

আমারসংবাদ/এসএম

Link copied!