Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীর একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৪, ২০২২, ০১:০৫ এএম


রাজধানীর একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

রাজধানীর নারিন্দা এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। সেখানে মাদকবিরোধী অভিযান চলছে। মঙ্গলবার রাত পৌনে ১১টা থেকে এ অভিযান শুরু হয়।

রাতে বিষয়টি জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, একটি বাসা ঘিরে রাখা হয়েছে। বাসায় মাদকবিরোধী অভিযান চলছে। সেখানে বিপুল দেশি-বিদেশি মদ ও অন্যান্য মাদক রয়েছে বলে র‍্যাবের কাছে তথ্য আছে।

এ বিষয়ে র‍্যাব বিস্তারিত জানাবে স্পট ব্রিফিং এর মাধ্যমে। রাতেই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলেও জানান ইমরান খান।

ইএফ

Link copied!