Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

শিশুদের টিকা দেওয়া হবে রাজধানীর যে ২১ কেন্দ্রে

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৪, ২০২২, ১০:৩৯ পিএম


শিশুদের টিকা দেওয়া হবে রাজধানীর যে ২১ কেন্দ্রে

করোনার সংক্রমণ রোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। রাজধানীর ২১ কেন্দ্রসহ সারাদেশের ১২টি সিটি করপোরেশনের ৫৫টি জোন ও ৪৬৫ টি ওয়ার্ডে আগামী ১৪ দিন এ কার্যক্রম চলমান থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল তিনটা এ কর্মসূচি পালিত হবে।

বুধবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কর্তৃক শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম কর্মপরিকল্পনায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।  

ঢাকা উত্তর সিটি  করপোরেশন যেসব কেন্দ্রে দেওয়া হবেঃ 
১. আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-১ 
২. উত্তরা গার্লস হাই স্কুল, জোন-১ 
৩. পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-২ 
৪. সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-২ 
৫. আমতলী স্টাফ ওয়েলফেয়ার বিদ্যালয়, জোন-৩ 
৬. মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৩ 
৭. হাজি ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৪ 
৮. কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৪ 
৯. বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৫ 
১০. বটমলি হোম বালিকা বিদ্যালয়, জোন-৫

১১.কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,  জোন-৬

১২. দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয়,  জোন-৭

১৩. ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৮

১৪. ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৯

১৫. সাতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন ১০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যেসব কেন্দ্র

১. নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-১

২. বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-২

৩. খিলগাঁওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-২

৪. আজিমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৩

৫. সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৪

৬. করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৫ 
টিকার ধরণ- 
১. শিশুদের উপযোগী ফাইজার ভ্যাকসিন। 
২. ডোজের সংখা- ২ 
৩. ডোজের পরিমান ০.২ এমএল 
৪. ১ম ও ২য় ডোজের ব্যবধান- ৮ সপ্তাহ বা ৫৬ দিন 
 

টিকাদানের জন্য রেজিস্টেশন- 
১. সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে ৫-১১ বছর বয়সসীমার শিশুদের রেজিস্টেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বার ব্যবহার করতে হবে। যে সব শিশুদের জন্ম সনদপত্র নেই, তাদের অভিভাবকগণ জন্ম সনদপত্র সংগ্রহ করে রেজিস্ট্রেশন করবেন। বিদেশি পাসপোর্টধারী শিশুদের সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হওয়ার পূর্বে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত ‘এক্সেল ছকে’ তথ্য প্রদান করতে হবে।


ইএফ

Link copied!