Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সংসদে এ্যাভিডেন্স (সংশোধন) বিল, ২০২২ উথাপন

বাসস

আগস্ট ৩১, ২০২২, ১১:৫৪ পিএম


সংসদে এ্যাভিডেন্স (সংশোধন) বিল, ২০২২ উথাপন

জাতীয় সংসদে আজ এ্যাভিডেন্স (সংশোধন) বিল, ২০২২ উথাপন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক  মন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।

বিলে ফৌজদারি বিচার ব্যবস্থায় মৌখিক, দালিলিক সাক্ষ্য চিহ্নিত করতে বর্তমান আধুনিক ডিজিটাল যুগের সাথে সঙ্গতি রেখে বিদ্যমান আইনে সংশ্লিষ্ট ধারাগুলোতে ডিজিটাল বা ইলেকট্রনিক এ্যভিডেন্স সংজোনের বিধানের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া বিদ্যমান আইনে ধর্ষণ মামলায় ভিকটিমকে জেরাকালে তার চরিত্র সম্পর্কে প্রশ্ন করার সুযোগ রয়েছে, যা নারীর জন্য মর্যাদাহানিকর ও ‍‍` আইনের চোখে সমতা‍‍` নীতির পরিপন্থী। বিলে বিদ্যমান আইনের এ সম্পর্কিত ১৫৫ ধারার উপধারা- ৪ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ১ মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে।

ইএফ

Link copied!