Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাজীপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২২, ০৬:৫২ পিএম


গাজীপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

বিএনপি জামায়াতের নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, শেখ ফজলের শামস পরশ ও সাধারণ সম্পাদক, মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য এবং ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর, খোরশেদ আলম সরকার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন, বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সাবেক ছাত্র নেতা, বিকাশ সরকার।

শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা মেনশনের সামনে শেষ হয়ে এই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাসন থানা যুবলীগ নেতা, মো. লুৎফর রহমান, এনামুল হাসান নিঝুমসহ অন্যান্য যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএম

Link copied!