Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজধানীতে প্রশান্তির বৃষ্টি

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৫, ২০২২, ০৪:৩৬ পিএম


রাজধানীতে প্রশান্তির বৃষ্টি

তীব্র গরমের পর প্রশান্তির বৃষ্টি নেমেছে রাজধানীতে। কয়েকদিনের তাপপ্রবাহ রাজধানীবাসীকে কাহিল করে তুলেছিল। হঠাৎ বৃষ্টিতে জনজীবনে যেন নেমে এসেছে প্রশান্তি।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়।

রাজধানীর আকাশে তীব্র রোদ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুমোট হতে শুরু করে ঢাকার আকাশ। দুপুরের এ ভারী বর্ষণ দেখে আনন্দে ভিজছে। রাজধানীর সড়কগুলোতে দেখা যায়, অনেকেই আকাশের দিকে তাকিয়ে বৃষ্টিতে ভিজে হাত নাড়িয়ে আনন্দ উল্লাস করতে।

এর আগে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এবি

Link copied!