Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রানি এলিজাবেথ স্মরণে গণভবনে এক মিনিট নীরবতা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১০, ২০২২, ০৬:৫২ পিএম


রানি এলিজাবেথ স্মরণে গণভবনে এক মিনিট নীরবতা

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন আওয়ামী লীগে সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা।

শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে মনোনয়ন বোর্ডের সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ও দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে এ সভা অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি দিন সিংহাসনে অধিষ্ঠিত থাকার পর গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করেন।


টিএইচ

Link copied!