Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাতিয়ায় ৩ নম্বর সতর্কসংকেত

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১১, ২০২২, ০৮:২০ পিএম


হাতিয়ায় ৩ নম্বর সতর্কসংকেত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ কারণে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়া কোস্টগার্ডের (এক্স), বিএন স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান মেহেদী সতর্কসংকেতের বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে একই দিন সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান মেহেদী বলেন, রোববার (১১ সেপ্টেম্বর) সকালে মেঘনায় অতিরিক্ত জোয়ারে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সতর্কতা হিসেবে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মাইকিং করে নদীতে মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে থাকতে বলা হয়েছে।

এবি

Link copied!