Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১২, ২০২২, ০৮:৪৯ পিএম


যাত্রাবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৭৪৬০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রবিবার (১১ সেপ্টেম্বর)  র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২২ লক্ষ ৩৮ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৪ শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।

 র‌্যাব-১০  এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের খবরটি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম  মোঃ আক্তার (২৫) ও মোঃ ইমন শেখ (২৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
আমারসংবাদ/আরইউ

Link copied!