Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাসের ধাক্কায় ঢাকা কলেজের শিক্ষার্থী আহত, ৬ বাস আটক

ঢাকা কলেজে প্রতিনিধি

ঢাকা কলেজে প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২২, ০১:২০ এএম


বাসের ধাক্কায় ঢাকা কলেজের শিক্ষার্থী আহত, ৬ বাস আটক

সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের ইন্টারন্যাশনাল হলের এক  শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ৬ টি বাস আটক করেছে সহপাঠীরা।

আহত শিক্ষার্থীর নাম শুভ। সে  ঢাকা কলেজের ২০২০-২১ বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত নয়টার পর এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক ছাত্রাবাসের শিক্ষার্থী কারিব হাসান জানান, শুভ তার ভাইয়ের বাসায় মগবাজার যাচ্ছিল। সাইন্সল্যাব থেকে বাসে উঠার সময়  সামনে থেকে  বেপরোয়া গতিতে তরঙ্গ প্লাস গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। পরে মোবাইলে বন্ধুদের জানালে তাকে পপুলার হাসপাতালে ইমারজেন্সি বিভাগে ভর্তি করে। 
এ ঘটনার জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভিতরে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে ৬ টি তরঙ্গ প্লাস গাড়ি আটক করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে কলেজ প্রশাসন ও পুলিশের সহায়তায় ১ টি বাস নিউমার্কেট থানায় নিয়ে যাওয়া হয়। পরে বাকি ৫ টি বাস ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমি দূর্ঘটনার বিষয়ে জেনেছি। আমাদের হোস্টেল সুপাররা সে বিষয়টি দেখছেন। বাস মালিক ও থানার মাধ্যমে সমঝোতা করে শিক্ষার্থীর চিকিৎসার বিষয়টি সমাধান হবে। আমরা সবসময় খোঁজ খবর নিচ্ছি।

হাসপাতাল থেকে জানা যায়, এই ঘটনায় শুভর ডান হাত ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে পপুলার হসপিটাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে শুভ সেখানেই চিকিৎসা অবস্থায় আছে।

ইএফ

Link copied!