Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজধানীতে মাদক বিরোধী অভিযান: আটক ৩৮

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৭:২৪ পিএম


রাজধানীতে মাদক বিরোধী অভিযান: আটক ৩৮

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৫ হাজার ২৮৮ ইয়াবা, ২২ কেজি ১৩৫ গ্রাম গাঁজা ও১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এবি

Link copied!