Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজধানীতে আজ কোথায় কখন লোডশেডিং

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৯:৫৯ এএম


রাজধানীতে আজ কোথায় কখন লোডশেডিং

বিদ্যুতের ঘাটতি কমাতে দেশে শিডিউলভিত্তিক ১৯ জুলাই থেকে লোডশেডিং চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীতে কখন-কোথায় লোডশেডিং হবে সেই তালিকা দেওয়া হয়েছে।

প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। লোডশেডিংয়ের এ শিডিউল পরিবর্তনও হচ্ছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন এলাকায় আজ কোনো লোডশেডিং নেই বলে জানানো হয়েছে। তবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে।

ডেসকোর আওতাভুক্ত যেসব এলাকায় আজ লোডশেডিং হবে তা পিডিএফ লিংক আকারে দেওয়া হলো।

এবি

Link copied!