Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ বন্দির মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৭, ২০২২, ১০:২২ এএম


ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ বন্দির মৃত্যু

ঢাকার কেন্দ্রীয় কারাগারের হাজতি শফিকুল ইসলাম (৫০) ও কয়েদি শহিদুল ইমলাম বুলবুল বাবুল (৪৮) নামে দু’জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শফিকুলকে কেন্দ্রীয় কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর কয়েদি শহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে কারারক্ষী আবদুল কাদের জানান, শফিকুল ইসলামের বাবার নাম মৃত কফিল উদ্দিন। তিনি কোন মামলার আসামি, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, কয়েদি শহীদুল ইসলামের মৃত্যুর বিষয়ে কারারক্ষী মো. আলআমিন জানান, গত ২১ সেপ্টেম্বর কারাগার থেকে ঢাকা মেডিকেলের ২১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় শহিদুল ইমলাম বুলবুল বাবুলকে। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

বর্তমানে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কেএস 

Link copied!