Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিমানের ইঞ্জিনে পাখি, ভোগান্তিতে সৌদিগামী যাত্রীরা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৩০, ২০২২, ০২:২৯ পিএম


বিমানের ইঞ্জিনে পাখি, ভোগান্তিতে সৌদিগামী যাত্রীরা

বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন তারা।

এতে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা ধরে যাত্রীরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন। তবে ফ্লাইট ছাড়ার সময় নিয়ে যাত্রী ও বিমান কর্তৃপক্ষ আলাদা তথ্য দিয়েছে।

অপেক্ষারত যাত্রীরা বলছেন, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিট। তাদের টিকিটেও ফ্লাইট ছাড়ার এই সময় উল্লেখ আছে।

এদিকে বিমান কর্তৃপক্ষ বলছে, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিট। তবে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ফ্লাইটটি ছাড়েনি।

মো. আবদুল কাদের নামের এক যাত্রী জানান, সর্বশেষ মৌখিকভাবে তাদের বলা হয়েছে, ফ্লাইট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ছাড়তে পারে। তবে যাত্রীরা তাতে আশ্বস্ত হতে পারছেন না।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে। বিমানটি মেরামতের কাজ চলছে।

তিনি বলেন, সকাল ১০টায় সৌদির উদ্দেশ্যে ফ্লাইটটি ছাড়বে। ফ্লাইটে যাত্রীসংখ্যা ৩৭৫ এবং এটি শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল।

টিএইচ

Link copied!