Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজধানীতে আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১, ২০২২, ১০:১১ এএম


রাজধানীতে আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় শনিবার (১ অক্টোবর) ১১ ঘণ্টা গ্যাস থাকবে না।

পাইপলাইনে জরুরি মেরামতকাজের জন্য কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা দুইটা থেকে রাত একটা পর্যন্ত (১১ ঘণ্টা) রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুনবাজার ও বাড্ডা খিল বাড়িরটেক এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। পাইপলাইনে জরুরি মেরামতকাজের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এআই

Link copied!