Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২, ২০২২, ০৪:৩৫ পিএম


বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া। রোববার (২ অক্টোবর) এ কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

জানা গেছে, দেশটি কোনো অর্থ ছাড়াই বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে। নতুন সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় মালয়েশিয়া এসব শ্রমিক নেবে।

মালয়েশিয়ার মানবসম্পদ সমিতির সভাপতি জারিনা ইসমাইল বলেছেন, ‘বাংলাদেশের কর্মীরা উৎপাদন খাতে শূন্যতা পূরণে সাহায্য করবে।’

গত ডিসেম্বর মাসে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে উভয় দেশের মধ্যে এমওইউ স্বাক্ষর করা হয়, যা ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

মালয়েশিয়ার অ্যাসোসিয়েটেড চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এসএমই কমিটির চেয়ারম্যান কুং লিন লুং বলেছেন, ‘মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকরা ধীর গতিতে প্রবেশ করলেও এটি ব্যবসার জন্য আনন্দের সংবাদ। আমার তাদের স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’

তিনি বলেন, ‘মালয়েশিয়া এখনো বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল। এই মুহূর্তে চরম শ্রমিক সংকটের কারণে অর্ডারগুলো পূরণ করা যাচ্ছে না। তাই রপ্তানিকারকরা সমস্যায় পড়ছেন।’

অ্যাসোসিয়েশন অব এমপ্লয়মেন্ট এজেন্সি মালয়েশিয়ার ভাইস প্রেসিডেন্ট সুরেশ তান বলেছেন, ‘নিয়োগকর্তারা বাংলাদেশিদের পছন্দ করেন। 

কারণ তারা পরিশ্রমী, বিশেষ করে যারা উৎপাদন ও নির্মাণ খাতে কাজ করেন। তারা দ্রুত প্রশিক্ষিত হতে এবং মানিয়ে নিতে সক্ষম হয়। তবে বাংলাদেশিদের নিয়োগ প্রক্রিয়া মানসম্মত ও স্বচ্ছ হওয়া উচিত।’

শ্রমিক ছাড়া উৎপাদনশীলতা বাড়ানো যায় না। সেক্ষেত্রে অর্থনীতি পুনরুজ্জীবিত করা অসম্ভব বলে মন্তব্য করেন তিনি।

টিএইচ
 

Link copied!