Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানী থেকে ১৩ ছিনতাইকারী আটক

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১২, ২০২২, ০২:২৯ পিএম


রাজধানী থেকে ১৩ ছিনতাইকারী আটক

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। 

মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল ও পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১২ অক্টোবর) র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আটকরা দীর্ঘদিন ধরে মতিঝিল, শাহজাহানপুর ও পল্টন এলাকায় ছিনতাই করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এই তিন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. পারভেজ (২৫), মো. জসিম (২২), মো. আরিফুল ইসলাম (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯), মো. বাদশা চৌকিদার (৩০), মো. জাহিদুল হাসান হৃদয় (২১), মো. মিলন (২৮), মো. মোজ্জাম্মেল হক (৪৫), মো. মারুফ (৩৫), মো. আরিফ হোসেন (১৮) ও মো. সোহেল (৩০), মো. সাকিব (১৮) ও মো. আকাশ (২৫)।  আটকের সময় তাদের কাছ থেকে একটি এন্টিকাটার, পাঁচটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি কেঁচি, একটি মোবাইল ও নগদ ২৮০ টাকা জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

টিএইচ

Link copied!