Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দুবাইফেরত দুই যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দরে পেস্ট ও বারসহ তিন কেজি স্বর্ণ জব্দ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৫, ২০২২, ১২:৪১ পিএম


শাহজালাল বিমানবন্দরে পেস্ট ও বারসহ তিন কেজি স্বর্ণ জব্দ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেস্ট ও বারসহ তিন কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুবাইফেরত দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার আবেদন করেছে বিমানবন্দরের কাস্টম হাউস।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নাম সুমন (৪১) ও আমিন-অর-রশীদ (২১)। তাদের দুজনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়ায়। গতকাল তারা দুবাই থেকে বাংলাদেশে আসেন।

কাস্টম হাউস জানিয়েছে, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। অভিযুক্তরা স্বর্ণ বহনের বিষয়ে প্রয়োজনীয় নথি প্রদর্শন করতে পারেনি বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

টিএইচ

Link copied!