Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

বিমানের সেই ৫ কর্মী সাময়িক বরখাস্ত

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৩, ২০২২, ০৪:২০ পিএম


বিমানের সেই ৫ কর্মী সাময়িক বরখাস্ত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সংস্থাটির গ্রেফতার পাঁচ কর্মীকে রোববার (২৩ অক্টোবর) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে লালবাগ বিভাগের গোয়েন্দা টিম তাদের গ্রেপ্তার করে।

শনিবার (২২ অক্টোবর) আদালত তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর দক্ষিণখান থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলার আসামিরা হলেন: আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেন, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নে যারা চাকরি পেয়েছেন, তাদেরও আইনের আওতায় আনা হবে। হারুন অর রশীদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা এর আগেও বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস করার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় বিমানের ঊর্ধ্বতন কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হবে। এ সময় অভিভাবকসহ সবাইকে এই অপকর্ম বন্ধে উদ্যোগ নেয়ার আহ্বান জানান ডিবি প্রধান।

এর আগে ১০ পদে জনবল নিয়োগের জন্য শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। 

তবে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় শুরুর একঘণ্টা আগে পরীক্ষা স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এতে ক্ষুব্ধ হয়ে উত্তরায় পরীক্ষা কেন্দ্রের সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা।

টিএইচ

Link copied!