Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দুটি কারণে রূপপুরের কাজ পিছিয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৯, ২০২২, ০৩:৩২ পিএম


দুটি কারণে রূপপুরের কাজ পিছিয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন প্রকল্পের কাজ পেছানোর জন্য দুটি বিষয়কে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি। 

বুধবার (৯ নভেম্বর) বিদ্যুৎ ভবনে এক বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও কোভিডের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন প্রকল্পের কাজ পিছিয়েছে। তবে, সঞ্চালন লাইনের কাজ চলছে, নির্ধারিত সময়ের মধ্যে না হলেও খুব একটা বিলম্ব হবে না প্রকল্পকাজ শেষ করতে।”

তিনি বলেন, সাবস্টেশনের কাজ দুইপক্ষের কারণে একটু দেরি হয়েছে। তারপরও আশা করছি, নির্ধারিত সময়েই সব শেষ করা যাবে।

টিএইচ

Link copied!