Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ট্রাকচাপায় ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী নিহত

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১০, ২০২২, ০১:৫৯ পিএম


ট্রাকচাপায় ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় মো. সিকান্দার আলী (৫০) নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একজন অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান সিকান্দার বলেন, বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিকান্দার আলীকে গুরুতর অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তি ডিএসসিসির অস্থায়ী পরিছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। তিনি সকালে সড়কে পরিচ্ছন্নতার কাজ করার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। 

পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

টিএইচ

Link copied!