Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভোক্তা অধিদপ্তরের অভিযানে শতাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১০, ২০২২, ০৩:৩৬ পিএম


ভোক্তা অধিদপ্তরের অভিযানে শতাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ফটো

ভোক্তা স্বার্থবিরোধী কর্মকান্ডের অভিযোগে দেশব্যাপী ৫৯টি বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অপরাধে শতাধিক প্রতিষ্ঠানকে জরিমানা ও আদায় করে সংস্থাটি। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের ৫২ জন কর্মকর্তার নেতৃত্বে ৪৯ টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের রায়ের বাজার, গুলশান ডিসিসি মার্কেট, লালমাটিয়াসহ দেশব্যাপী মোট ৫৯ টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১১২টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৩০ হাজার ৫’শ টাকা জরিমানা ও আদায় করা হয়।

পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে দুই অভিযোগকারীকে জরিমানার এক চতুর্থাংশ হিসেবে এক হাজার টাকা প্রদান করা হয়। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা এসকল অভিযানে সহযোগিতা প্রদান করেন।

উল্লেখ্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটগণ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

ইফ

Link copied!