Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাকার বিএনপির সাবেক কাউন্সিলর সহ ৩২ জন গ্রেপ্তার

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১২, ২০২২, ১১:২৬ এএম


ঢাকার বিএনপির সাবেক কাউন্সিলর সহ ৩২ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইন, পুলিশকে মারধরের অভিযোগে বিএনপির সাবেক এক কাউন্সিলর সহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে রাজধানীর ঢাকার মহাখালীর একটি খাবারের দোকান থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি বনানী থানা বিএনপির সাবেক সভাপতি।

কাফরুল থানার ওসি বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, পুলিশকে মারধরে অভিযোগ আগে মামলা রয়েছে। গত মাসের কয়েকটি মামলায় তাদের গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারদের মধ্যে বনানী থানা যুবদলের সভাপতিও রয়েছে।

ওসি হাফিজ আরও বলেন, তাদের মধ্যে পদধারী ১৭ জনকে আদালতে পাঠিয়ে রিমান্ডে আনার অনুমতি চাওয়া হবে।

এআই
 

Link copied!