Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশ থেকে ২৮ লাখ কর্মী নেবে সৌদি

সাহিদুল ইসলাম ভূঁইয়া

নভেম্বর ১৩, ২০২২, ০১:২৮ এএম


বাংলাদেশ থেকে ২৮ লাখ কর্মী নেবে সৌদি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে থেকে ২৮ লাখ কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে সৌদি সরকার।

শনিবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দুটি চুক্তি সই হয়েছে। সৌদি সরকার বাংলাদেশ থেকে ২৮ লাখ কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে। রোড টু মক্কা চুক্তি অনুসারে ইমিগ্রেশনের কোনো হয়রানি ছাড়া প্লেন থেকে নেমেই হাজিরা মক্কা শরীফে যেতে পারবেন।

তিনি আরও জানান, বাংলাদেশ ও সৌদি আরবের পুলিশের মধ্যে ট্রেনিং বিনিময় হবে। তাদের নারী পুলিশ সদস্যরা বাংলাদেশ থেকে ট্রেনিং নেবেন। বাংলাদেশের নারী পুলিশ সদস্যরাও তাদের থেকে ট্রেনিং নেবেন।


ইএফ

Link copied!