Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঢাকা উত্তরের সব এলাকায় বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৩, ২০২২, ০৮:১৪ পিএম


ঢাকা উত্তরের সব এলাকায় বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ

আসন্ন ফুটবল বিশ্বকাপ বড় পর্দায় দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত শুক্রবার (১০ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবল ম্যাচ জনসাধারণের উপভোগের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন প্রতিটি এলাকায় বড় পর্দায় দেখাতে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। ডিএনসিসির সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

টিএইচ

Link copied!