Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তমব্রু সীমান্তে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ, ডিজিএফআই কর্মকর্তা নিহত

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৫, ২০২২, ০১:১৫ এএম


তমব্রু সীমান্তে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ, ডিজিএফআই কর্মকর্তা নিহত

র‌্যাব এবং ডিজিএফআই এর মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষে চোরাচালানকারীদের গুলিতে  দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই কর্মকর্তা নিহত হয়।

সোমবার (১৪ নভেম্বর)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞাপ্তিতে জানানো হয়,  মাদক চোরাচালানকারীদের সাথে এই সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে  দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই এর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য  আহত হন।

জানা যায় এর আগে,  সীমান্তে চোরাচালান রোধে কক্সবাজারের র‌্যাব-১৫’র সদস্যরা সন্ধ্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের জিরো লাইনে অভিযান পরিচালনা করে।

এসময় একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত র‌্যাবকে লক্ষ্য গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

ইএফ

Link copied!