নভেম্বর ১৭, ২০২২, ১১:৩৫ পিএম
ট্যুরিষ্ট পুলিশ হেডকোয়ার্টার্সে আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) pre-deployment course (orientation course) closing ceremony অনুষ্ঠানের আয়োজন করে ট্যুরিষ্ট পুলিশ।
ট্যুরিষ্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি ইলিয়াছ শরীফ, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা পর্যটকদের সেবার মান বৃদ্ধিতে ট্যুরিস্ট পুলিশ সদস্যদের প্রশিক্ষণের গুরুত্বের কথা তুলে ধরেন।
ট্যুরিষ্ট পুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, "পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি করা, সেবার ধরন পরিবর্তন, আচরনগত পরিবর্তনসহ সকল ক্ষেত্রে প্রশিক্ষণের গুরত্ব অপরিসীম।" অনুষ্ঠানের শেষদিকে প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন তিনি।
ইএফ