Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এজেন্টের আড়ালে হুন্ডি ব্যবসা, গ্রেপ্তার ৫

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২২, ২০২২, ০২:২৯ পিএম


এজেন্টের আড়ালে হুন্ডি ব্যবসা, গ্রেপ্তার ৫

অবৈধ হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার (২১ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। তারা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের (এমএফএস) এজেন্ট ব্যবসার আড়ালে হুন্ডি ব্যবসা করে আসছিলেন। আজাদ রহমান জানান, এ বিষয়ে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন।

গত কয়েক মাস ধরে প্রবাসী আয় কমছে। যার প্রভাব পড়েছে রিজার্ভে। এর পেছনে হুন্ডি ব্যবসাকে অনেকাংশে দায়ী করা হয়।

বৈশ্বিক সংকটের কারণে দেশের বাজারে ডলারের তীব্র সংকট। এ অবস্থায় অবৈধ হুন্ডি ব্যবসা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর রয়েছে।


এবি

 

Link copied!