Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ছেলের মৃত্যু

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়া প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২২, ১১:২১ এএম


বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ছেলের মৃত্যু

আশুলিয়ায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে ইব্রাহিম খলিল মাহাদি (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম খলিল মাহাদি (১২) আশুলিয়ার কাঠগড়া কুটুরিয়া এলাকার ফজলুর রহমান। সে আশুলিয়ার শ্রীপুর এলাকার দারুল ইহসান মাদ্রাসার ছাত্র। তার বাবা বাংলাদেশ পুলিশের সহকারী উপ-পরিদর্শক হিসেবে উত্তরা থানায় কর্মরত আছেন।

পুলিশ জানায়, নিহত শিশুর মাদ্রাসা থেকে তার বাবা মোটরসাইকেল যোগে তাকে নিয়ে নবীনগর-চন্দ্র মহাসড়ক দিয়ে নিজবাড়ী কাঠগড়ার কুটুরিয়ার দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি পরিবহন তার মোটরসাইকেলটিকে চাপ দেয়। এ সময় নিহত শিশুটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে অন্য একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হাকিম বলেন, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

টিএইচ

Link copied!