Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১, ২০২২, ০১:২১ পিএম


রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

রাজধানীর বনশ্রী এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অফিসার মোহাম্মদ আসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার রাতে রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ডা. মো. আবুল কাশেম আলফিকে (৬২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি পেশায় একজন ডেন্টিস্ট । গ্রেপ্তারকালে তার কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল সেট  ও ৩৭টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ডা. মো. আবুল কাশেম আলফি অনলাইনে জঙ্গীবাদ প্রচরণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য দীর্ঘ দিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারকৃত আবুল কাশেম নিষিদ্ধ সংগঠনের প্রচলিত বইসমূহ নিজ উদ্দ্যোগে ছাপিয়ে তার সহযোগী অন্যান্য সদস্যদের নিকট বিতরণ করতেন। তাছাড়া উগ্রবাদী বিভিন্ন বই অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

কেআর/ইএফ

Link copied!