Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

শাহবাগে নারীকে প্রাইভেটকারের ধাক্কা, চালককে গণপিটুনি

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২২, ০৪:০২ পিএম


শাহবাগে নারীকে প্রাইভেটকারের ধাক্কা, চালককে গণপিটুনি

রাজধানীর শাহবাগ এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নারী গুরুতর আহত হয়েছেন। এসময় প্রাইভেটকারের চালককে ধরে গণপিটুনি দিয়েছে জনতা।

শুক্রবার ( ২ ডিসেম্বর ) দুপুর ২ঃ৪৫ মিনিটে শাহবাগ এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি।

তাৎক্ষনিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শাহবাগ এলাকায় এক পথচারী নারীকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এসময় দুর্ঘটনার শিকার নারীকে প্রাইভেটকারের নিচে ঝুলতে দেখা যায়। প্রাইভেটকারের চালক গাড়ি না থামিয়ে চলতে থাকলে জনতা পিছু ধাওয়া করে। একসময় নীলক্ষেত মোড়ে জনতা গাড়ির পথরোধ করে নারীকে গাড়ির নিচ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

এসময় সাধারণ জনতা গাড়ি চালককে গণপিটুনি দিয়ে মারাত্মক আহত করে এবং গাডিতে ব্যাপক ভাঙচুর করে। কর্তব্যরত পুলিশ এসে জনতাকে নিয়ন্ত্রণে এনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এআই

Link copied!