Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীর প্রবেশমুখে, মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৮, ২০২২, ০১:২০ পিএম


রাজধানীর প্রবেশমুখে, মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি

আগামী ১০ ডিসেম্বর শনিবার, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে উঠছে রাজধানীসহ সারাদেশ। আজ সকাল থেকেই রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও গাবতলী এলাকায় প্রবেশমুখে চেকপোস্ট বসায় পুলিশ। বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে তারা। প্রতিটি চেকপোস্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশির পাশাপাশি মহাসড়কে কড়া নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু তাই নয়, গাজীপুর ও  নরায়ণগঞ্জেও বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। সন্দেহ হলেই যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি।

বুধবার (০৭ ডিসেম্বর) দিবাগত রাত থেকে এখন পর্যন্ত ঢাকায় আসা একাধিক বাস চালক ও যাত্রীদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।

সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় প্রবেশের সবগুলো পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে তল্লাশি চৌকি। নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যাও। বাড়ানো হয়েছে টহল।

পুলিশ বলছে, নাশকতার সতর্কতা হিসেবে রাজধানীতে প্রবেশের পথগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। হয়রানি নয় নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য পুলিশের।

তবে সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা বলছেন, অপরাধীদের ধরতে গিয়ে সাধারণদের হয়রানি করা হচ্ছে। বিএনপি বলছে, অপরাধী ধরার নামে মামলার আসামি ধরার কথা বলে বিএনপিকে নেতাকর্মী শূন্য করার কৌশল নিয়েছে পুলিশ।

রাজধানীর পূর্বাঞ্চলীয় প্রবেশপথ কাঁচপুর থেকে সিএনজিচালিত অটোরিকশা, এমনকি ব্যক্তিগত গাড়িগুলোকে আটকে তল্লাশি করছে পুলিশ। যাত্রাবাড়ী এলাকায় চেকপোস্টে ঢাকামুখী যাত্রীদের তল্লাশি ও জেরা করা হয়। যাত্রীদের ব্যাগ তল্লাশি ও ঢাকায় যাওয়ার কারণ জানতে চায় পুলিশ। সন্দেহভাজন অনেককে বাস থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গেছে।

সিলেট থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন বাসের সুপারভাইজর মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ তাদের গাড়ির যাত্রীদের তল্লাশি করেছে। অনেক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে; তারা কী উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছেন। দলবদ্ধ হয়ে কেউ বাসে যাত্রী হিসেবে উঠে ঢাকায় যাচ্ছেন কি না, তাদের কাছে এসব জানতে চেয়েছে পুলিশ।

জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেকোন ধরনের অপতৎপরতা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই অবস্থা ঢাকা-আরিচা মহাসড়কেও। সেই মহাসড়কের আমিন বাজার এলাকায় গিয়ে দেখা গেছে, ঢাকার প্রবেশ মুখে গাবতলী এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে চালক ও যাত্রীদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। যাত্রীদের কাছে ঢাকায় আসার কারণ জানতে চাওয়া হচ্ছে।

বুধবার রাতে আশুলিয়া থেকে ঢাকায় আসা আব্দুর রহিম নামের এক যাত্রী  বলেন, রাত ৮টার দিকে ঢাকার আসার উদ্দেশ্যে আশুলিয়া এলাকা থেকে সাভার পরিবহনের একটি বাসে উঠি। বাসে উঠার পর হেমায়েতপুর পর্যন্ত ভাড়া নেওয়া হয়। কিন্তু সাভার আসার পর বাসের সকল যাত্রীদের নামিয়ে দেয়া হয়। কারণ জানতে চাইলে বাস চালক বলেন; ঢাকার প্রবেশমূখে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তাই সেই ঢাকায় যাব না। পরে সেখান থেকে লেগুনা করে হেমায়েতপুর আসি। সেখান খেকে ঠিকানা পরিবহনের একটি বাসে করে গাবতলী আসি। তবে আসার পথে আমিন বাজার এলাকায় পুলিশ তল্লাশি করেছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের তল্লাশির কারণে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরে রাত ১টার দিকে বাসায় পৌঁছাই।

ঠিকানা বাসের চালক রহিম মিয়া বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে পুলিশ চেক পোস্ট বাসিয়ে তল্লাশি করে। তবে বুধবার নয়াপল্টনে সংর্ঘষের ঘটনার পর বেশি কড়াকড়ি করা হয়েছে।

এ ব্যাপারে ডিএমপির দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ  বলেন, তার থানাধীন এলাকায় আগে থেকে চেকপোস্ট রয়েছে। ওই চেকপোস্ট দিয়ে ঢাকায় আসা গাড়িকে অনেক সময় তল্লাশি করা হয়। তবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে একটু বাড়নি নজরদারি করা হচ্ছে।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় একাধিক সাজোয়া যান, প্রিজন ভ্যান এবং অতিরিক্ত ট্রাইকিং ফোর্স মোতায়েন করে পুলিশ। বিকেল তিনটায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ শেষে গ্রেফতার অভিযান চালায় পুলিশ। সংঘর্ষের ঘটনায় মকবুল নামে গুলিবিদ্ধ একজন নিহত হয়েছেন।

ইএফ

Link copied!